বাণিজ্যিকভাবে পার্কের ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করে জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে সই সংগ্রহ এসএফআই, ডিওয়াইএফআইয়ের

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি, ১০ই ডিসেম্বর : রাজ্যের চারটি পার্ক বাণিজ্যিকভাবে ব্যবহারের ফরেস্ট ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করে জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানের সামনে সই সংগ্রহ করল এসএফআই, ডিওয়াইএফআই। শনিবার বিকেলে তিস্তা উদ্যানে আসা শিশু ও অভিভাবকদের সাথে কথা বলে বাণিজ্যিকভাবে উদ্যান সহ রাজ্যের চারটি পার্ক ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করে সই সংগ্রহ করে এসএফআই, ডিওয়াইএফআই সদস্যরা।

বিকেলে পার্কে ঘুরতে আসা ছোট ছোট শিশু ও তাদের অভিভাবকদের সাথে রাজ্য সরকারের বাণিজ্যিকভাবে পার্ক ব্যবহারের সিদ্ধান্তের সাথে তারা সহমত কিনা জানতে চান শহর লোকাল কমিটির ছাত্র যুবরা। সমস্ত অভিভাবক অভিভাবিকারা বাণিজ্যিকভাবে পার্ক ব্যবহারের অসম্মতির কথা জানান। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন আগে উদ্যান কানন শাখার ডিএফও জানান উত্তরবঙ্গে বনদফতরের অধীনে অনেক পার্ক আছে। এরমধ্যে চারটি পার্ক আপাতত বিয়ে, জন্মদিন, প্রি-ওয়েডিং শ্যুট ও ওপেন এয়ার কনফারেন্সের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের তিস্তা উদ্যানে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করেন উদ্যান বিভাগের ডিএফ‌ও অঞ্জন গুহ। 

বনদফতরের যে পার্কগুলো এই মুহূর্তে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হল- জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান, মাল মহকুমার মাল পার্ক, কোচবিহারের এনএম পার্ক এবং বালুরঘাটের বালুরঘাট পার্ক। ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট ফি’র বিনিময়ে এই পার্কগুলো জনগণ ভাড়া নিতে পারবেন।


বনদফতরের নির্ধারিত ফি:
প্রি-ওয়েডিং শ্যুট- ১১,০০০/- 
বিয়ের অনুষ্ঠান- ৫০,০০০/-
জন্মদিনের অনুষ্ঠান- ২৫,০০০/-


পার্কে ঘুরতে আসা অভিভাবকরা জানান বিয়ে বাড়ি সামাজিক অনুষ্ঠান কনফারেন্স করার জন্য শহরে প্রচুর জায়গা রয়েছে। বাচ্চাদের খেলার পার্ক বাচ্চাদের খেলার জন্য থাকা প্রয়োজন তারা কখনই সরকারের এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবেন না।

ভিডিওতে শুনুন সই সংগ্রহকারী ও অভিভাবকদের বক্তব্য।

জলপাইগুড়ি তিস্তা উদ্যানের সামনে এই প্রতিবাদ কর্মসূচি ও সই সংগ্রহে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, যুব নেতা দেবরাজ বর্মন, ডিওয়াই এফ আই শহর লোকাল কমিটির সম্পাদক দেবব্রত ভৌমিক, যুবনেত্রী সোহিনী রায়, এসএফআই সদর ১ লোকাল কমিটির সম্পাদক পাপাই মোহম্মদ, লোকাল কমিটির সভাপতি সায়ন্তন খাসকেল সহ অন্যান্য ছাত্র যুব নেতৃবৃন্দ। ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির সম্পাদক দেবব্রত ভৌমিক জানান কোনভাবেই শিশুদের খেলার পার্ককে বাণিজ্যিকভাবে ব্যবহারের সিদ্ধান্ত তারা কার্যকরী হতে দেবেন না। বিয়ে বাড়ি অন্নপ্রাশন কনফারেন্স করার জন্য সরকার অন্য জায়গা ভাড়া দেওয়ার বন্দোবস্ত করুক। শিশুদের খেলার পার্কে এসব চলবে না এর জন্য শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে প্রয়োজনে যতদূর আন্দোলনে যেতে হয় তার জন্য ছাত্র যুবরা প্রস্তুত। ছাত্র যুবদের তরফে জানানো হয়েছে সংগৃহীত সই তারা প্রতিবাদ পত্রের সাথে বন দপ্তরে জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *