কলকাতা : বর্গী আক্রমনের সময় কলকাতায় যা চেহারা হয়েছিল। তাকেও ছাপিয়ে গেছে তৃণমূল সরকার। ছাত্র সমাজের আন্দোলন রোখা নিয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, যেই রাজনৈতিক দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছিল। সেই রাজনৈতিক দল আজ গণ আন্দোলনকে ধংস করার জন্য রাষ্ট্রশক্তিকে কাজে লাগাচ্ছে। তাঁর দাবি, এই সরকার ছাত্র বিরোধী সরকার। এই সরকার কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে। তাঁর দাবি, বাংলার পুলিশের করুন দশা। সরকারের কথা মতো পুলিশকে চলতেই হবে।
