স্পোর্টস ডেস্ক : ৪ ওভারে ৭৫ রান! একদিনে একজন বোলারের সবচেয়ে বাজে দিন বলতে যা বোঝায়, সেটাই কাটালেন মহম্মদ শামি। অথচ দিনটা শেষ হল এমন এক স্মরণীয় ইনিংস দিয়ে, যা আইপিএলের ইতিহাসে চিরকাল জায়গা করে নেবে—অভিষেক শর্মার ব্যাটে লেখা হল ভারতের কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড।
শনিবার সন্ধ্যায় হায়দরাবাদের হয়ে নিজের রাজ্য পঞ্জাবের বিরুদ্ধে যেন ব্যাট হাতে যুদ্ধ ঘোষণা করলেন অভিষেক। ৫৫ বলে ১৪১ রান! ১৪টি চার, ১০টি ছক্কা—আর সেই ‘কাগজে লেখা বার্তা’: “দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি”। অদ্ভুত আত্মবিশ্বাস, অভাবনীয় আগ্রাসন, আর নিখুঁত পরিকল্পনায় সাজানো এক ইনিংস।
পঞ্জাব কিংস যখন ২৪৫ রানের পাহাড় গড়ে তোলে, তখনও হায়দরাবাদ সমর্থকদের চোখেমুখে সংশয়। কারণ প্রথম ওভার থেকেই রান বিলিয়ে যাচ্ছিলেন শামি। শেষ ওভারে চার বলে চার ছক্কায় তাঁকে কার্যত ‘মুছে’ দিলেন মার্কাস স্টোইনিস।
কিন্তু অভিষেক যেন বলেই এসেছিলেন—সব ভুলে যাও, শুধু ব্যাট দেখো! সঙ্গে ছিলেন ট্রেভিস হেড (৩৭ বলে ৭৭), আর পরে ক্লাসেন ও ঈশান কিশনের ছন্দ বজায় রাখা। প্রথম উইকেটেই ১২.২ ওভারে ১৭২ রান! খেলার রঙ তখনই বদলে যায়।
শ্রেয়স আইয়ারের ৮২ রানের ঝলক, প্রিয়াংশ আর্য আর প্রভশিমরনের উদ্বোধনী তাণ্ডব—সবই চাপা পড়ে যায় অভিষেকের ব্যাটের তলায়। যাঁর শৈশব গড়েছে যুবরাজ সিংয়ের অ্যাকাডেমিতে, আর স্টান্স বদলে দিয়েছে যুবরাজ নিজে। আজ সেই শিষ্যই ছাপিয়ে গেলেন সব ‘গুরুজন’কে।
হায়দরাবাদ ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ২ উইকেটে ২৪৭ রান তুলে। শামির অস্বস্তি, কামিন্সের হতাশা—সব ঢেকে যায় অভিষেক শর্মার ঝলকানিতে। এ শুধু একটা ইনিংস নয়, এ এক প্রতিজ্ঞা—যে অভিষেক এখন বড় মঞ্চে রাজ করতে প্রস্তুত।
এই ম্যাচে শামির শূন্যতা ঢেকে গেল অভিষেকের পূর্ণতায়।