সংবাদদাতা, শিলিগুড়ি, ৬ মার্চ’২৪ : আশা কর্মী ও অঙ্গনওয়াড়িদের ভাতা বৃদ্ধি নিয়ে মূখ্যমন্ত্রীর ঘোষণা কে পর্বতের মুসিক প্রসব এবং ছেলেভুলানো ঘোষণা বলে উল্লেখ করলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তিনি বলেন, লোকসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে তিনি এই ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বুধবার আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের হেলপারদের মাসিক বেতন বৃদ্ধি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী এপ্রিল মাসে থেকে তাদের মাসিক বেতন বৃদ্ধি করার ঘোষণা করলেন তিনি। ৭৫০ টাকা করে আশা কর্মী এবং ICDS কর্মীদের বাড়ানো হল মাসিক বেতন। আর ICDS হেলপারদের বাড়ানো হল মাসিক ৫০০ টাকা করে ভিডিও বার্তায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর এই বেতন বৃদ্ধি ঘোষণার পর বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে বেতন বৃদ্ধির যে ঘোষণা করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী, হেলপার এবং আশা কর্মীদের জন্য তা আসলে তিনি বিরোধী দলনেতা গত ৪ মার্চ সায়েন্স সিটি অডিটোরিয়ামে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে সভা করে যে বিষয়গুলি তুলে ধরেন তার পরিপ্রেক্ষিতে ভয় পেয়ে করেছেন। পর্বতের মূষিক প্রসব কিংবা ছেলে ভুলানো ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে।”