সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ নভেম্বর : জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ায় ছাগল প্রেমী দেখলে চোখ ছানাবড়া হবে অনেকেরই । পাঁচটি ছাগল লালন পালন করে এখন ৫৫টি ছাগলের মালিক বাবুপাড়ার শিলা রায় । আমরা প্রকৃতি প্রেমী দেখেছি, পশু প্রেমীও দেখেছি কিন্তু পশুদের মধ্যে ছাগল প্রেমী দেখছেন কিনা জানি না। উল্লেখ্য রাজগঞ্জের বাবুপাড়ার এক চিলতে জমিতে শিলা রায়ের বসত বাড়ি। সেখানে নিজে শোয়ার জায়গা না পেলেও দুঃখ নেই তাতে। অন্তত তাদের পোশা ছাগলগুলি যাতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারেন তাতেই তিনি খুশি।একটি ঘরের বারান্দা সহ গোটা ঘরের বিছানা থেকে শুরু করে, টেবিল, চেয়ার, চকি কোথায় নেই ছাগল। ঘরের সব আসবাবপত্রের উপরেই ছাগল বসে শুয়ে আছে। শিলা রায়ের পরিবারে স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকেন তিনি। অন্যের বাড়িতে কাজ করার পাশাপাশি বর্তমানে ছাগল লালন পালন করেন তিনি। উল্লেখ্য গত ২০১৯ সালে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ৫ টি ছাগল তাকে দেওয়া হয়। সেই পাঁচটি ছাগল লালন পালন করে এখন ৫৫টি ছাগলের মালিক শিলা রায়।

এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের রাজগঞ্জ ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষা রুপালী দে বলেন, এই এলাকায় উনি অত্যন্ত দরিদ্রতার সঙ্গে থাকেন । ওনাকে যদি প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে পাঁচটি ছাগল দেওয়া হয়। তাহলে লালন পালন করে উনি নিজে স্বাবলম্বী হতে পারবেন। সেই মতে ওনাকে পাঁচটি ছাগল দেওয়া হয় এবং লালন পালন করে এখন তিনি ৫৫টা ছাগলের মালিক।
শিলা রায় বলেন, ছাগল লালন পালন করতে ভাল লাগে। তাই করছি। এই ছাগল পেয়ে আগের তুলনায় অনেক ভাল আছি। আগামীতে আরও বেশী বেশী করে ছাগল লালন পালন করার ইচ্ছে আছে তাঁর বলে জানান তিনি।