ডিজিটাল ডেস্ক : খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে জি বাংলার নতুন ধারাবাহিক “ফুলকি”। এই ধারাবাহিকের মূল চরিত্র ফুলকি আর রোহিতের চরিত্রে অভিনয় করছেন নবাগতা দিব্যাণী মণ্ডল এবং অভিষেক বোস।

ধারাবাহিকের শুরু থেকেই দর্শকরা রোহিতের প্রথম স্ত্রী হিসেবে শালিনীর নাম শুনে আসছেন। ফুলকির সাথে রোহিতের বিয়ে হলেও এখনো রোহিত শালিনীকে ভালোবাসে। কিন্তু দর্শকরা এখনো শালিনীকে চাক্ষুস করেন নি, মানে ধারাবাহিকে শালিনীর মুখ এখনো দেখানো হয় নি। তবে এবার শালিনী চরিত্রটিকে আনা হচ্ছে ধারাবাহিকে।

আর এই শালিনী চরিত্রেই এন্ট্রি হচ্ছে জলপাইগুড়ির মেয়ে অভিনেত্রী শার্লি মোদকের। গত ১৬ সেপ্টেম্বর শার্লিকে নিয়ে ফুলকি ধারাবাহিকের প্রোমো শুট করা হয়েছে। ২০/২১ তারিখেই হয়তো শার্লিকে শালিনী রূপে দর্শকরা দেখতে পাবেন ফুলকি ধারাবাহিকে।

শালিনী চরিত্রটিকে দেখা যাবে নেগেটিভ শেডে। শার্লি মোদককে শেষবার দর্শকরা দেখেছিলেন জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক “লক্ষ্মী কাকিমা সুপারস্টারে”। অপরাজিতা আর শার্লির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখন দেখার শালিনী চরিত্রটি কতটা প্রশংসা অর্জন করতে পারে। তবে শার্লি মোদকের ফ্যানরা খুব খুশি শার্লির কামব্যাকে।