দোকানে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোরের কাণ্ড

ধুপগুড়ি : ধূপগুড়ি শহরের বিডিও রোডে অবস্থিত এক বিল্ডার্সের দোকানে বৃহস্পতিবার রাতে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। দোকানের উপরের ছাউনির টিন খুলে চোর ভেতরে ঢুকে লুটপাট চালায়। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির সম্পূর্ণ দৃশ্য।

শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ দোকান মালিকের। দোকানের ভেতরে সবকিছু লন্ডভন্ড। ক্যাশ বাক্স খোলা এবং দোকানের উপরের ছাউনির টিনও খোলা অবস্থায়। দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্স থেকে ১৫-২০ হাজার টাকা চুরি হয়েছে।

Shoplifting adventure;  The thief was caught on CCTV footage

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি মুখ ঢেকে দোকানে ঢুকে চুরি করছে। চোরটি পরিকল্পনা করে ক্যাশ বাক্স খালি করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় ধূপগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দোকান মালিক ও ব্যবসায়ী মহলের দাবি, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে চোরকে গ্রেপ্তার করুক। পাশাপাশি শহরে আরও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *