বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ আগস্ট’২৩ :বেপরোয়া বাইকের ধাক্কায় ভাঙল শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশন সন্নিহিত ২৩ নম্বর রেলগেট। বুধবার সকালের ঘটনা। অভিযোগ, গেট পড়ার সময় দ্রুতবেগে পেরোতে গিয়ে এক যুবক বাইক নিয়ে গেটে ধাক্কা মারে।

লেভেল ক্রসিংয়ের এই গেট ভেঙে যাওয়ায় যান চলাচল দীর্ঘক্ষন বন্ধ হয়ে যায়। রেল অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেট মেরামতি করেন। তারপর বেলার দিকে উক্ত গেট পেড়িয়ে যান চলাচল স্বাভাবিক হয়। গেটে ধাক্কা মারায় বাইক চালকও আহত হন। তবে রেলপুলিশ বাইকটিকে আটক করেছে।