বিকাশ সরকার, জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর’২৩ : হঠাৎই বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা, ড্রাইভার বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন মাঝপথে। পুলিশের উদ্যোগে এবং সেবা শুশ্রূষায় মহিলা সুস্থ হলে তাকে বাড়ির পাঠানোর ব্যবস্থা করেন রাজগঞ্জ ট্রাফিক ওসি বাপ্পা সাহা।

এমনই ঘটনাটি ঘটেছে রবিবার শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তার পানিকৌড়ি এলাকায়। উল্লেখ্য জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে এক মহিলা বেসরকারি বাসে উঠেছিলেন। কিন্তু পানিকৌড়ি এলাকায় যেতেই মহিলা অসুস্থতা বোধ করেন এবং বেগতিক দেখে বাসের ড্রাইভার বাস থামিয়ে দেন।

কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিষয়টি জানায় রাজগঞ্জ থানায়। তৎক্ষণাৎ রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি বাপ্পা সাহা মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসার পর মহিলা সুস্থ হলে তাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন ওসি বাপ্পা সাহা। শীতের সময়ে সেই মহিলাটিকে একটি কম্বল কিছু টাকা সহ মহিলাটিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন রাজগঞ্জ থানা ট্রাফিক বাপ্পা সাহা। জানা গেছে মহিলাটির বাড়ি শিলিগুড়ি ফুলবাড়ি এলাকায়। পুলিশের এমন মানবিকতায় খুশি সকলেই।