সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর’২৩ : মনিপুরে ঘটনার প্রতিবাদে সই সংগ্রহ কর্মসূচী জলপাইগুড়িতে শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির। এদিন শুক্রবার প্রকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শহর ব্লক মহিলা তৃণমুল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের থানা মোড়ে এক সাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, বৃষ্টি ভেজা রাজপথে পথ চলতি সাধারন মানুষের কাছে মণিপুরের ঘটনা তুলে ধরে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বানের সঙ্গে সই সংগ্রহ করেন মহিলা তৃণমুল কংগ্রেসের কর্মীরা।
জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী লক্ষী বাগচী বলেন, সংগঠণের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এদিন এই কর্মসূচি জলপাইগুড়ি শহর ব্লক মহিলা তৃণমুল কংগ্রেস কমিটির পক্ষ থেকে করা হয়।