জলপাইগুড়ি : সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে মৌন মিছিল করল উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটি। রবিবার সংগঠনের উদ্যোগে এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটির সম্পাদক ভীমচন্দ্র সরকার বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. বি আর আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর বক্তব্য করেছেন, আমরা তার তীব্র ধিক্কার জানাই। এটি শুধুমাত্র ড. আম্বেদকরের প্রতি অপমান নয়, বরং সংবিধানের মূল চেতনাকেও আঘাত।”
এই মৌন মিছিলের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়। মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং সংবিধান ও ড. আম্বেদকরের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেন।
সংগঠন জানিয়েছে, তারা এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও বৃহৎ আন্দোলনের পরিকল্পনা করছে। সংবিধান ও সংবিধান প্রণেতার মর্যাদা রক্ষা করতে তাদের এই লড়াই অব্যাহত থাকবে।