শিলিগুড়ি:- রেলযাত্রীদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি জিআরপি। জেলার আওতাধীন বিভিন্ন থানার উদ্যোগে চলতি বছরের আগস্ট মাসে মোট ৮৯টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সমস্ত নথি যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া সামগ্রীগুলি মালিকদের হাতে তুলে দেন পুলিশ কর্তৃপক্ষ।

এছাড়াও, আসন্ন দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল রেলযাত্রীদের সতর্ক করা—যাতে ভিড়ের সময় মোবাইল, ব্যাগ বা অন্যান্য সামগ্রী হারানো কিংবা চুরির ঘটনা এড়ানো যায়।
শিলিগুড়ি জিআরপি জানিয়েছে, যাত্রীদের সতর্কতা বাড়লে এ ধরনের অপরাধ অনেকাংশেই রোধ করা সম্ভব হবে। পুলিশের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে স্বস্তি ও আস্থা জাগিয়েছে।