চাকরি কেলেঙ্কারি ঘিরে উত্তাল শিলিগুড়ি; মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

শিলিগুড়ি: রাজ্যের চাকরি দুর্নীতি নিয়ে রাজপথে বিজেপি। আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারাতে হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীকে। এই নজিরবিহীন ঘটনায় রাজ্যের ‘নৈতিক পরাজয়’ হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলল বিজেপি।

শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। ভেনাস মোড় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় এয়ারভিউ মোড়ে। পথে শাসকদলের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন—বিজেপি নেতা রথীন বোস, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, যুব মোর্চার সভাপতি অরজিৎ দাস, বিজেপি বিধায়ক শংকর ঘোষ সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

Siliguri in turmoil over job scam; BJP demands CM's resignation

শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রী এক সময় নিজেকে সততার প্রতীক বলে দাবি করতেন। আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, তিনি দুর্নীতির প্রতীক। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত ভরাডুবির দায় নিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

বিজেপির তরফে স্পষ্ট বার্তা, এই দুর্নীতির বিরুদ্ধে তারা শুধু আন্দোলনেই থেমে থাকবে না, প্রয়োজনে বৃহত্তর জনমত গড়ে তুলে রাজ্যজুড়ে প্রতিবাদ জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *