মহাকুম্ভ থেকে ফেরার পথে ট্রেনেই মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার

শিলিগুড়ি : মহাকুম্ভে পূণ্যস্নান সেরে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ির রাজীব মোড়ের বাসিন্দা রমেশ জয়সওয়ালের। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করা এই ব্যক্তি কুম্ভস্নানের উদ্দেশ্যে গত ৭ই ফেব্রুয়ারি বন্ধুর সঙ্গে রওনা দিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১০ই ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার সময়ই ঘটে বিপত্তি। ট্রেনের ভিড়ে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

Siliguri resident dies on train while returning from Mahakumbh

আজ, ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে শেষবারের মতো আনা হয় রমেশ বাবুর দেহ। আচমকা এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *