সংবাদদাতা, জলপাইগুড়ি : দাদার হাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বোন খুন, চাঞ্চল্য জলপাইগুড়িতে! বুধবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দেবনগর উত্তর পাড়া এলাকায়। অভিযোগ, বোন এবং দাদার মধ্যে বচসার জেরে একটি ধারালো ছুরি দিয়ে বোনকে আঘাত হানায় বোনের মৃত্যু হয়। বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে হতভম্ব হয়ে যায় পড়শিরা। দেখে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বোনের দেহ। এরপর আশঙ্কাজনক অবস্থায় সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে এম্বুলেন্স ডেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম রিয়া ঠাকুর। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা জানা যায়নি। পুলিশ মৃতের দাদা রাহুল ঠাকুরকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
