জাতীয় ক্রীড়ায় বাংলা দলে ছয় ডেফ খেলোয়াড়; জলপাইগুড়ির পাঁচ জন

জলপাইগুড়ি, ৫ মার্চ : আসন্ন জাতীয় ক্রীড়া গেমসে (ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স) বাংলা দলের হয়ে অংশ নিতে চলেছেন ছয়জন ডেফ খেলোয়াড়। এর মধ্যে জলপাইগুড়ি থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন এবং আলিপুরদুয়ার থেকে একজন।

ব্যাডমিন্টনে বাংলার প্রতিনিধিত্ব করবেন অভিষেক বসু ও প্রত্যুষ ভট্টাচার্য, আর অ্যাথলেটিক্সে অংশ নেবেন রিয়া রায়, অন্তরা দত্ত, প্রেম শা ও প্রশান্ত হালদার। ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০-২৪ মার্চ গুজরাটের আহমেদাবাদে, আর অ্যাথলেটিক্সের আসর বসবে ২৬-২৯ মার্চ কেরালার ত্রিবান্দ্রামে।

প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে সকল খেলোয়াড়দের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। জেলা ডেফ ক্রীড়া সংস্থার সভাপতি শ্বাশ্বতী গুহ রায় জানান, “এই ছয় প্রতিযোগীর পারফরম্যান্স নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। তাঁরা বাংলার মুখ উজ্জ্বল করবেন বলে আমাদের বিশ্বাস।”

Six deaf players in the National Sports Bengal team; five from Jalpaiguri

অনুষ্ঠানে বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক ও সমাজসেবী ভারতী ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *