সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ নভেম্বর’২৩ : স্মার্টলি টাকা লুঠ করার যন্ত্র স্মার্ট মিটার চালু করা চলবে না। স্মার্ট মিটারে দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দাম নেওয়া হবে। স্মার্ট মিটারে যখন বিদ্যুতের চাহিদা বাড়বে তখন চড়চড় করে বিদ্যুতের দাম বাড়বে, আর যখন বিদ্যুতের চাহিদা কমবে তখন বিদ্যুতের দাম কমবে। কিন্তু কখন কি হারে বিদ্যুতের দাম নেওয়া হবে তা স্মার্ট মিটার থেকে জানতে পারবেন না সাধারণ মানুষ। প্রিপেইড স্মার্ট মিটার বাতিল ও বর্ধিত ফিক্সচার্জ মিনিমাম চার্চ প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করার সাথে সাথে উপরোক্ত অভিযোগগুলো করলো এবেকা। এদিন জলপাইগুড়ি টাউন টেশন থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এবেকার পক্ষ থেকে বলা হয়েছে প্রিপেইড স্মার্ট মিটার চালু হলে সাধারণ মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হবে। আর লাভবান হবে কর্পোরেট হাউস। সাধারণ মানুষের কথা না চিন্তা করে সরকার এই ধরনের একটি বড় সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে এবেকার সদস্যরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। অবিলম্বে এই সিদ্ধান্ত সরকারকে প্রত্যাহার করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের কথাও বলেন।
