উত্তর ও দক্ষিণ সিকিমে বরফের সাম্রাজ্য, পর্যটকদের মুখে চওড়া হাসি

গ্যাংটক : শীতের শেষ স্পেলে উত্তর এবং দক্ষিণ সিকিমে নেমে এসেছে বরফের চাদর। বৃহস্পতিবার সিকিমের বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে সাদা বরফে, যা পর্যটকদের জন্য বয়ে এনেছে অনন্য আনন্দের মুহূর্ত।

সিকিম ভ্রমণে আসা পর্যটকদের কাছে এই বরফপাত যেন অপ্রত্যাশিত উপহার। প্রকৃতির এই অনবদ্য শোভা উপভোগ করতে ব্যস্ত তাঁরা। যেদিকে চোখ যায় শুধুই সাদা বরফের সমুদ্র, যা পর্যটকদের মুগ্ধ করছে।

আরো পড়ুন : অনূর্ধ্ব-১৫ সিএবি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চন্দননগরে যাচ্ছে জলপাইগুড়ি জেলা দল

তবে বরফে ঢাকা পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। তুষার সরানোর জন্য বিশেষ যন্ত্র নিয়ে নামানো হয়েছে কর্মীদের।

এক পর্যটক বলেন, “সিকিমে আসব, তা-ও বরফের এমন উপহার পাব, ভাবতেই পারিনি। যেন স্বপ্নের দুনিয়ায় চলে এসেছি।”

আরো পড়ুন :মহাকুম্ভ থেকে ফেরার পথে ট্রেনেই মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার

উত্তর সিকিমের লাচুং, লাচেন, এবং ইয়ুমথাং উপত্যকা থেকে দক্ষিণ সিকিমের বিভিন্ন পাহাড়ি এলাকা এখন বরফে মোড়া। পর্যটকরা কেউ বরফ নিয়ে খেলায় মেতে উঠেছেন, কেউবা ক্যামেরায় বন্দি করছেন এই নৈসর্গিক দৃশ্য।

অন্যদিকে, পর্যটকদের চলাচল স্বাভাবিক রাখতে BRO নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। তুষার সরানোর কাজ চললেও পর্যটকদের উচ্ছ্বাসে কোনও ভাটা পড়েনি।

সিকিমের এই তুষারপাতের জাদুতে মুগ্ধ সকলেই। বরফের সাদা চাদরে মোড়া সিকিম এখন পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য।

আরো পড়ুন : জলপাইগুড়ির লোটাদেবী কালী মন্দির ও মেলা : রহস্য-আবৃত এক আস্থার কেন্দ্র

Snow empires in North and South Sikkim; tourists' faces full of smiles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *