সংবাদদাতা, জলপাইগুড়ি : সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিক থেকেই নির্ধারিত মূল্যের বিনিময়ে বিয়ে, জন্মদিন সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে তিস্তা উদ্যান সহ উত্তরবঙ্গের চার উদ্যানে। উল্লেখ্য, এবার থেকে চার হাত এক হবে তিস্তা উদ্যানে! অবাক হচ্ছেন?

বনদপ্তরের ভাবনা এমনটাই। তবে অনুষ্ঠান হতে হবে পরিবেশবান্ধব। শর্ত এটাই। একাধিক পরিকল্পনার কথা জানালেন উদ্যান ও কানন বিভাগের ডিএফও অঞ্জন গুহ। উল্লেখ্য জলপাইগুড়ির তিস্তা উদ্যান, মাল উদ্যান, কোচবিহারের এনএন উদ্যান এবং বালুরঘাটের বালুরঘাট উদ্যানে ডেস্টিনেশন ম্যারেজ প্রকল্প চালুর সবুজ সংকেত দিয়েছে বনদপ্তর। এরফলে একদিকে উদ্যানগুলোর আয় বাড়বে অন্যদিকে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এই উদ্যানগুলো। এমনটাই অভিমত বিভাগীয় বনাধিকারিকের।

ডিএফও অঞ্জনবাবু বলেন, “জেলা শাসক ও পুর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই এই প্রোজেক্ট কার্যকর করা হবে। তিনি আরও বলেন,” অনুষ্ঠান করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আয়োজকদের। মাইক ও ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা থাকছে। লেসার লাইট ও প্ল্যাস্টিকের ব্যবহারও নিষিদ্ধ। উদ্যানের পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে আয়োজকদের।

জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, খোলামেলা পরিবেশে সুন্দর সবুজের মাঝখানে কোন অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে এবং পরিবেশ বান্ধবতা বজায় রেখে যদি করা যায় সেটা ভালো উদ্যোগ। সবটাই আলোচনার বিষয়। প্রপোজাল পেলে জেলা প্রশাসন এবং জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হবে বলেন জানান পুরসভার পুরমাতা পাপিয়া পাল।