মহেশতলা সৃজনী সংঘের সামাজিক কর্মসূচি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : কলকাতার মহেশতলা সৃজনী সংঘের পক্ষ থেকে করোনা স্বাস্থ্য বিধি মেনে রবিবার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হল জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া কৈলাসপুর চাবাগানের মাগুরমারী বনবসতি এলাকায়। জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে চা বাগানের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সরঞ্জাম বিতরণ ও দুপুরে একবেলা ভরপেট খাওয়ারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন শিক্ষামুলক সচেতনতার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু’র জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থার প্রতিনিধিরা। মহেশতলা সৃজনী সংঘের তরফে জানান, আমরা সংস্থার পক্ষ থেকে সারা বছর দুঃস্থ মানুষদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি। এবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের কৈলাসপুর চাবাগান এলাকায় নেতাজির ১২৫ তম জন্মদিন উদযাপন করার পাশাপাশি প্রায় ২০০ জন শিশুর খাওয়ারের ব্যাবস্থা করা হয়। মেনুতে ছিল খিচুড়ি ও ডিমের কারি।

১০০ জন পড়ুয়ার হাতে লেখাপড়ার সরঞ্জাম হিসেবে ব্যাগ, খাতা, পেন, পেন্সিল ও রাবার তুলে দেওয়া হয় । এরকম অনুষ্ঠানে লেখাপড়ার সরঞ্জাম পেয়ে খুশি পড়ুয়াও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ্ত মন্ডল, রূপম মিত্র, সোমনাথ মন্ডল, তারক সরকার, সৌমাঙ্ক দত্ত, দেবাশীষ পাল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *