“তুঁতে” দীপান্বিতা রক্ষিতের কিছু মনকাড়া ছবি সাথে আরো কিছু …

ডিজিটাল ডেস্ক : বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত আগামী 5ই জুন থেকে আসছেন “তুঁতে” ধারাবাহিক নিয়ে। স্টার জলসা পর্দায় সপ্তাহের সাতদিন এই ধারাবাহিকটি দেখা যাবে সন্ধ্যে সাতটায়। যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্য শান্তিপুরের তাঁত ও তাঁতশিল্পীদের সৃষ্টি সবার কাছে তুলে ধরতে আসছে তুঁতে। ধারাবাহিকের নায়িকা তুঁতে গ্রামের মেয়ে, কিন্তু সে স্বপ্ন দেখে নামী ডিজাইনার হওয়ায়। এরপর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে কিভাবে তুঁতে তার স্বপ্নপূরণের করে সেই গল্পই দেখা যাবে এই ধারাবাহিককে। এই ধারাবাহিকে দীপান্বিতা রক্ষিতের বিপরীতে দেখা যাবে সুদর্শন নায়ক সৈয়দ আরেফিনকে।

বাঁকুড়ার মেয়ে দীপান্বিতা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। 2019 সালে সাঁঝের বাতি ধারাবাহিক দিয়ে তাঁর ছোট পর্দায় অভিনয় শুরু। তবে তিনি পরিচিতি পান 2021 সালে খুকুমণি হোম ডেলিভারী ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে। দীপান্বিতার প্রিয় নায়ক দেব এবং নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া। এই মডেল, অভিনেত্রীর ছোটবেলার অনেকটা সময় কেটেছে ঝাড়খণ্ডে। তিনি ভালোবাসেন নাচ করতে, খেতে আর গান শুনতে। সুন্দরী এই অভিনেত্রী এখনো অবিবাহিত।

এবার রইল দীপান্বিতা রক্ষিতের কিছু মনকাড়া ছবি।

Some heartwarming pictures of Depanwita Rakshit

ছবি সৌজন্যে দীপান্বিতা রক্ষিতের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *