সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জানুয়ারি’২৪ : রাহুলজী আমরা বৃদ্ধভাতা পাচ্ছি না। এমনই লেখা ব্যানার নিয়ে রাহুল গান্ধীর শরণাপন্ন হলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সানুপাড়ার বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা।

তাদের কারও বয়স ১০৫, কারও বা ৭৯ পেরিয়েছে। কিন্তু ওল্ড এজ পেনশন থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ। রবিবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে এই মর্মে একটি দাবিপত্র ও ফুলের মালা দেওয়ার জন্য জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘক্ষন দাঁড়িয়েছিলেন তারা।

এদিন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা ওই এলাকায় এলে সেই দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বঞ্চিতদের মধ্যে কেউ কেউ জানান, এখনও বৃদ্ধভাতা পাননি। তাই এদিন রাহুলজির কাছে তাদের দাবিপত্র তুলে দিতে এসেছেন। যাতে তাদের এই সমস্যার দ্রুত সমাধান হয়।

সানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, সানুপাড়া এলাকার প্রায় ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধা ও বিধবা মহিলারা তাদের পাওনা ভাতা পাচ্ছেন না। সেই ভাতা যাতে পান, এই দাবিতেই এদিন রাহুল গান্ধীর কাছে একটি আবেদনপত্র তুলে দেওয়া হল বলে তিনি জানান।