শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু জামাইয়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বর’২৩ : শ্বশুরবাড়িতে শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠানে এসে রাতে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। ঘটনার শোকের ছায়া এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় বর্মন (৫৫)।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাকুয়াপাড়া এলাকায় তার বাড়ি। গতকাল রাজগঞ্জ ব্লকের স্কুল পাড়ায় তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে রাত্রে আনুমানিক নটা নাগাদ সাইকেল নিয়ে ৩১-ডি জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনি। সকাল বেলা রাস্তার পাশে মৃত অবস্থায় দেখতে পান এলাকাবাসী।

Son-in-law died in a road accident on the way home from in-laws

খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হয় রাজগঞ্জ থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রাজগঞ্জ থানা পুলিশ। জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে এমন ঘটনা হয়েছে বলে মনে করছেন পরিবারের লোকেরা। ঘটনা তদন্তের রাজগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *