সাউথ বেরুবাড়ি গৌড়চান্ডি এসকেআর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পরিচালনায় জে ওয়াই সি সি মাঠে অনুষ্ঠিত হল ষড়শি বালা দত্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং বিমলেন্দু চন্দ মেমোরিয়াল রানার্স আপ নক আউট মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।

রবিবারে ফাইনালে মুখোমুখি হয়েছিল সাউথ বেরুবাড়ি গৌড়চান্ডি এস কে আর ফুটবল একাডেমি এবং মোহিত স্পোর্টিং একাডেমি, জলপাইগুড়ি। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে সাউথ বেরুবাড়ি ২-১ গোলে জয় ছিনিয়ে নেয়।

সাউথ বেরুবাড়ির পক্ষে গোল দুটি করেন বিশাখা রায় (১০ মিনিট) ও নন্দিনী রায় (১৪ মিনিট)। অন্যদিকে মোহিত স্পোর্টিং এর হয়ে একমাত্র গোলটি করেন সোহানি রায় (৬ মিনিট)।

ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ববিতা রায় (সাউথ বেরুবাড়ি), প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিশাখা বর্মন (সাউথ বেরুবাড়ি)। প্রতিযোগিতার হায়েস্ট স্কোরার: স্বপ্না রায় (মোহিত স্পোর্টিং) এবং প্রমিজিং প্লেয়ার: নন্দিনী রায় (সাউথ বেরুবাড়ি)।

South Berubari Gaudchandi SKR Football Academy champions

খেলার শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা—তমালিকা দত্ত, মানিক চন্দ, মিহির ব্যানার্জী, তাপস কুমার দত্ত, অলোক সরকার এবং ভোলা মন্ডল।

এই প্রতিযোগিতা মহিলা ফুটবলে নতুন প্রতিভা তুলে ধরার মঞ্চ হয়ে উঠেছে। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। বিজয়ী দল ও পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *