অঙ্গনওয়াড়ি পরিষেবা উন্নত করতে সদর মহকুমায় বিশেষ বৈঠক

জলপাইগুড়ি: সদর মহকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিষেবার গুণগত মান উন্নত করতে সোমবার একটি রিভিউ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের আরটিসি হলে। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বৈঠকে জানান, “মহকুমার মোট ১,৬৫৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়ম ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।” তিনি আরও বলেন, অঙ্গনওয়াড়িগুলিতে আর্লি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা কার্যক্রম যথেষ্ট ভালোভাবে চলছে। তবে এগুলিকে আরও কার্যকর ও সুফলদায়ক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বৈঠকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিভিন্ন কার্যক্রম, শিশুদের শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিশুদের বিকাশের ক্ষেত্রে আরও উদ্যোগী ভূমিকা নিতে নির্দেশ দেন মহকুমা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *