জলপাইগুড়ি, ২৪ আগস্ট : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নাগরিকরা কীভাবে পেতে পারেন, সেই বিষয়ে একদিনের বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীন “মেরা যুবা ভারত” বিভাগের উদ্যোগে এবং হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় এই কর্মশালা।
পাণ্ডাপাড়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই ওয়ার্কশপে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ধিরাজ মোহন ঘোষ, ইণ্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক বৌবাজার শাখার ম্যানেজার রোহিত দয়াল শুক্লা, জেলা যুব আধিকারিক সৌরভ বর্মণ এবং প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক।
আলোচনায় উঠে আসে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, মুদ্রা যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন সহ একাধিক প্রকল্পের বিস্তারিত তথ্য। বক্তারা জানান, এই প্রকল্পগুলি নাগরিকদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন ছাত্রছাত্রী অংশ নেন এই সচেতনতামূলক কর্মশালায়। তাদের কাছে বাস্তব উদাহরণ তুলে ধরে বোঝানো হয় কীভাবে সাধারণ মানুষ সহজেই সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।