ডিজিটাল ডেস্ক : রবিবার কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। গোটা বিশ্ব তাকিয়ে আছে মেসি বনাম এপবামের মহারণ দেখার জন্য। তাছাড়া এই ফাইনালের মঞ্চই হয়তো লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু তার আগে লিওনেল মেসি তথা আর্জেন্টাইন শিবিরের বড় চিন্তা চোট। শুক্রবার অনুশীলন করেননি মেসি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবী, মেসির হ্যামস্ট্রিং এর চোট রয়েছে। যদিও আজেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জানিয়েছেন, ‘মেসির কোনও চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলতে হয়েছে আমাদের। তার পরেও লিও ম্যাচটা শেষ করেছে। শারীরিক ভাবে খুব ভাল জায়গায় রয়েছে এলএমটেন। ও সব ম্যাচেরই সেরা।’ তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমি ফাইনাল খেলার সময় বেশ কয়েকবার পায়ে হাত দিতে দেখা গেছে মেসিকে। তাই অনুশীলনে মেসির অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছে মেসি ফ্যানদের।
pic credit wikipedia.