পিনাকী রঞ্জন পাল : ভারতীয় ক্রিকেট মহলে ঝড় তোলা খবর—দেশ ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমাতে চলেছেন বিরাট কোহলি। এমনটাই ইঙ্গিত দিলেন তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। জনপ্রিয় হিন্দি পত্রিকা দৈনিক জাগরণ-এ দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার জানান, স্ত্রী অনুষ্কা এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনেই স্থায়ী ঠিকানা করতে চলেছেন বিরাট।
বিরাটের দেশত্যাগের জল্পনা নতুন নয়। গত কয়েক বছর ধরেই এই আলোচনা ক্রিকেট মহলে চলছিল। এর আগেও শোনা গিয়েছিল, লন্ডনে বাড়ি কিনেছেন বিরাট-অনুষ্কা। এমনকি তাঁদের দ্বিতীয় সন্তান অকাইয়ের জন্মও হয়েছে সেখানেই। রাজকুমারের সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনায় আরও জোর পেল।
কিন্তু এর মানে কি কোহলির ক্রিকেট কেরিয়ারের ইতি? না, এখানেই সমর্থকদের জন্য আশার বাণী শোনালেন রাজকুমার। তাঁর মতে, বিরাট এখনও পাঁচ বছর খেলতে পারেন। ২০২৭-এর বিশ্বকাপেও তাঁকে দেখা যেতে পারে। “বিরাটের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ দিনের। আমি জানি, তাঁর মধ্যে এখনও অনেক খেলা বাকি। ওঁর ফিটনেস এবং মানসিক দৃঢ়তা এক কথায় অনবদ্য,” বলেছেন রাজকুমার।
বিরাটের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু মিশ্র। ২০২৩ সালে সেঞ্চুরির সংখ্যা তুলনামূলক কম থাকলেও, ফিটনেসের দিক থেকে তিনি এখনও অনেকের থেকে এগিয়ে। তবুও তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের উত্থান এবং দল গঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে, অনুষ্কা শর্মা চলচ্চিত্র জগৎ থেকে খানিকটা বিরতি নিয়ে পুরোপুরি সংসারে মন দিয়েছেন। দুই সন্তানের দেখাশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এদিকে, লন্ডনে বিরাট-অনুষ্কার আগে থেকেই সম্পত্তি রয়েছে। ফলে সেখানেই তাঁদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা বাস্তবায়িত হওয়া এখন সময়ের অপেক্ষা।
বিরাটের দেশত্যাগের খবরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। একদিকে সমর্থকদের মন ভারাক্রান্ত, অন্যদিকে কোচের আশ্বাসে খানিকটা স্বস্তিও পাচ্ছেন তাঁরা। তবে সত্যি যদি কোহলি পাকাপাকিভাবে লন্ডনে চলে যান, ভারতীয় ক্রিকেট কি বিরাট এক অধ্যায়ের ইতি দেখবে?
আগামী সময়ই দেবে এর উত্তর।