জালে আটকে পড়া গোসাপ উদ্ধার করল স্পোর; কচুয়া বোয়ালমারিতে বন্যপ্রাণ রক্ষায় সচেতনতা

জলপাইগুড়ি, ৬ জুলাই : জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকায় জালে আটকে পড়া একটি গোসাপ-কে উদ্ধার করে বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা সংগঠন স্পোর। রবিবার সকালের এই ঘটনায় এলাকায় সচেতনতা ছড়ায় বনজ প্রাণী রক্ষার বিষয়ে।

সংগঠনের সদস্যদের কাছে প্রথমে খবর আসে, একটি সাপ কোনওভাবে জালে আটকে পড়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছনোর পর তারা দেখতে পান সেটি আসলে একটি গোসাপ (monitor lizard)। প্রাণীটি স্থানীয়দের পাতা মাছ ধরার জালে আটকে পড়ে।

Spore rescues a cow snake trapped in a net; awareness about protecting wildlife in Kachua Boalmari

স্পোর সদস্যরা স্থানীয়দের সহায়তায় ধীরে ধীরে জাল কেটে প্রাণীটিকে মুক্ত করেন। পরে কোনও রকম আঘাত না থাকায় সেটিকে প্রাকৃতিক পরিবেশেই সুরক্ষিতভাবে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রাণীটি সম্ভবত গত রাত থেকেই জালে আটকে ছিল, তবে তার শরীরে কোনো গুরুতর চোটের চিহ্ন পাওয়া যায়নি।

অরূপ রায়, সদস্য, স্পোর: “আমাদের কাছে খবর আসে সাপ ধরা পড়েছে। গিয়ে দেখি গোসাপ। সতর্কভাবে উদ্ধার করে আমরা তাকে তার প্রাকৃতিক পরিবেশেই ছেড়ে দিই। এই ধরনের প্রাণী সম্পূর্ণ নিরীহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয় বাসিন্দা : “আমরা প্রথমে ভয় পেয়ে যাই। পরে স্পোর-কে খবর দিই। ওরা এসে খুব সাবধানে জাল কেটে গোসাপটিকে মুক্ত করে। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম প্রাণীটিকে যেন কোনও ক্ষতি না হয়।”

এই ঘটনা ফের প্রমাণ করে, স্থানীয় স্তরে সচেতনতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলে বন্যপ্রাণ রক্ষা করা সম্ভব। পরিবেশ ও প্রাণী সংরক্ষণের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য বার্তা বয়ে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *