জলপাইগুড়ি: মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগে হস্ত ও কুটিরশিল্প থেকে শুরু করে নানাবিধ খাদ্যের সম্ভার নিয়ে আজ থেকে শুরু হল সৃষ্টিশ্রী মেলা ২০২৫। জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
আজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং জেলা গ্রামোন্নয়ন শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত ভিড় জমাবেন দর্শনার্থীরা।

জলপাইগুড়ি জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় অংশগ্রহণ করেছেন। তাঁরা নিজেদের তৈরি পণ্য দিয়ে স্টল সাজিয়ে তুলেছেন। মেলায় খাদ্য সামগ্রী, বস্ত্র, গৃহস্থালির জিনিসপত্র এবং হাতে তৈরি নানাবিধ পণ্য দৃষ্টি আকর্ষণ করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলার মূল লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে তাদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন এবং বিক্রির সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর হওয়ার পথ আরও সুগম হবে।

সৃষ্টিশ্রী মেলার এই উদ্যোগ জেলা এবং রাজ্যের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা।