শিলিগুড়ি : লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এসএসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাকাউন্ট্যান্ট অমিত কুমার সিংকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।
অভিযোগ, গত জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বেতন বিলসহ অন্যান্য খাতে কারচুপি করে প্রায় ২১ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন অমিত কুমার সিং। জানা গেছে, ব্যাটেলিয়ানের খাওয়া-দাওয়া ও অন্যান্য খরচের বিলে জালিয়াতি করতেন তিনি। এই বিষয়ে এসএসবি’র আধিকারিকরা গত নভেম্বর মাসে বিষয়টি প্রথম টের পান। এরপর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। শুক্রবার রাতে এসএসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্প থেকে অমিত কুমার সিংকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি এখনও তদন্তাধীন। জালিয়াতির পুরো প্রক্রিয়া এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।