SSK শিক্ষক-শিক্ষিকাদের বেনিফিট ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান

জলপাইগুড়ি, ২০ জুন: SSK শিক্ষক-শিক্ষিকাদের পাঁচ লক্ষ টাকার বেনিফিট, ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক প্রদান সহ একাধিক দাবিতে শুক্রবার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করল প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি।

জানা গেছে, এদিন পিডব্লিউডি মোড় থেকে একটি মিছিল করে জেলাশাসক দপ্তরে যান সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি—পুরসভার আওতাধীন সমস্ত SSK শিক্ষা কেন্দ্রগুলিকে শিক্ষা দপ্তরের অধীনে আনতে হবে। এর পাশাপাশি SSK শিক্ষকদের জন্য এপিএফ চালু, স্থায়ী নিয়োগ প্রক্রিয়া ও পরিকাঠামোগত উন্নয়নের দাবিও জানানো হয়।

সংগঠনের জেলা সম্পাদিকা মিঠু দাস বলেন, “SSK শিক্ষক-শিক্ষিকারা এক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে শিক্ষা প্রদান করে চলেছেন। অথচ তাদের কোনও সামাজিক সুরক্ষা নেই। পাঁচ লক্ষ টাকার বেনিফিট ফাইল দ্রুত চালু, বেতন বৃদ্ধি, এপিএফ চালু এবং ছাত্রছাত্রীদের ড্রেস ও বই দেওয়ার মতো মৌলিক বিষয়গুলো এখনও উপেক্ষিত থেকে গেছে।”

তিনি আরও বলেন, “এসএসকেগুলোর অস্তিত্ব রক্ষার স্বার্থে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। না হলে শিক্ষার এই স্তর মুখ থুবড়ে পড়বে। আমরা আশা করি প্রশাসন আমাদের দাবির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেবে।”

জানা গেছে, স্মারকলিপিতে আরও বেশ কিছু দাবি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে এসএসকেগুলোর ভবন সংস্কার, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা, আধুনিক শিক্ষাসামগ্রীর যোগান—এই সব দিকেও গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রশাসনের তরফে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এদিনের এই কর্মসূচি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *