সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ অক্টোবর : মাল নদীর মর্মান্তিক দুর্ঘটনায় জন্য মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহাকে দায়ী করল রাজ্য সিপিআইএম৷ অবৈজ্ঞানিক ভাবে নদী আটকে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে বলে তাদের অভিযোগ।

দ্রুত চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলে এই ঘটনায় যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলল সিপিআইএম।সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য জিয়াউল আলম শুক্রবার বলেন, ঘটনার পর মাত্র সাড়ে তিন ঘণ্টা উদ্ধার কাজ করার পর আর উদ্ধার কাজ হয়নি। রাজ্য সরকারের কাছে রাজ্য সিপিআইএম এর তরফে দাবি করা হয়েছে মৃত পরিবারদের সব রকমভাবে সাহায্য করতে হবে।