মানুষ বিভাজনে ব্যস্ত বিজেপি, মানুষের সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই জলপাইগুড়িতে বললেন রাজ‍্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি‌তে এলেন রাজ‍্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার জলপাইগুড়ি‌তে প্রশাসনিক আধিকারিক‌দের সঙ্গে কথা বলেন তিনি। সেচমন্ত্রী বলেন, ‘মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সমস্যা নিয়ে কথা বলতেই এসেছি এখানে।

মুখ‍্যমন্ত্রী বলেছেন মানুষের সঙ্গে আরও বেশি করে কথা বলতে। নদীর পাড়ে থাকা মানুষদের কি কি সমস্যা রয়েছে তা দেখতে বলেছেন।’ বিষয়‌গুলো নিয়ে শনিবার জলপাইগুড়ি‌তে প্রশাসনিক আধিকারিক‌দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, জমি জটের জন্য বাম আমল থেকেই আটকে রয়েছে তিস্তা সেচ প্রকল্পের একাধিক কাজ। সেই কাজ‌গুলো নতুন করে শুরু করার জন্য উদ্যোগ নিয়েছে‌ন তাঁরা। এজন্য মানুষের সঙ্গে কথা বলে জমি জট সমস্যার সমাধানে আগ্রহ প্রকাশ করেন সেচমন্ত্রী। মন্ত্রী বলেন, উত্তর‌বঙ্গে যেহেতু অনেক বেশি নদী রয়েছে তাই ভাঙন নিয়ে কিছু‌টা সমস‍্যা রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ভাঙন কিভাবে আরও রোধ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী জানান, মানুষ বিভাজনে ব্যস্ত বিজেপি, মানুষের সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *