যক্ষ্মা রোগীদের জন্য জলপাইগুড়িতে অত্যাধুনিক মেশিন উদ্বোধন

জলপাইগুড়ি : যক্ষ্মা রোগীদের চিকিৎসার মানোন্নয়নের জন্য আজ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের যক্ষ্মা বিভাগে উদ্বোধন হলো অত্যাধুনিক “ফুল অটো এনালাইসার মেশিন” এবং “সেল কাউন্টার মেশিন”। জেলা যক্ষ্মা বিভাগের উদ্যোগে এই অত্যাধুনিক মেশিনগুলো চালু করা হয়েছে।

মেশিনগুলোর সাহায্যে যক্ষ্মা রোগীদের প্রি-ট্রিটমেন্ট মূল্যায়নের জন্য লিপিড প্রোফাইল, এলএফটি, ইউরিয়া ক্রিয়াটিনিন, ক্যালসিয়াম, আমাইলেস লাইপেস, এবং কমপ্লিট ব্লাড কাউন্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দ্রুত এবং নিখুঁতভাবে করা সম্ভব হবে। এ প্রসঙ্গে জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর শুভদ্বীপ সরকার বলেন, “যক্ষ্মা রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে এই মেশিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার জানান, অনেক রোগী দূর-দূরান্ত থেকে পরীক্ষা করাতে আসেন। তাদের আর্থিক চাপ কমানো এবং জরুরি টেস্টগুলো বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে আজ থেকে এই মেশিনগুলো চালু করা হয়েছে।

১০০ দিনের যক্ষ্মা নির্মূলিকরণ প্রচারের অংশ হিসেবে এই মেশিনগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের MSVP ডক্টর কল্যাণ খান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ট্রিদীপ দাস, জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর শুভদ্বীপ সরকার, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিমবঙ্গের প্রতিনিধি ডক্টর ঋতিকা বিশ্বাস।

State-of-the-art machine inaugurated at Jalpaiguri for tuberculosis patients

উদ্বোধনী অনুষ্ঠানে যক্ষ্মা নির্মূলের শপথ গ্রহণ করেন সকল স্বাস্থ্যকর্মী ও আধিকারিকরা। এই উদ্যোগে যক্ষ্মা রোগীদের চিকিৎসার পথ আরও মসৃণ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *