সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট’২৩ : জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর বাড়ির সামনে তৃনমুলের ধর্ণা। প্রতিবাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর বাড়ির পাশে তৃনমুল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে ধর্ণা। জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর এলাকায় জেলা বিজেপি সভাপতির বাড়ির ২০০ মিটারের মধ্যেই তৃনমুল একটি ধর্ণা মঞ্চ করে বলে বিজেপির অভিযোগ৷
মায়ের মৃতদেহ ঘরের ভেতরেই আগলে মেয়ে; চাঞ্চল্য জলপাইগুড়িতে
আদালতের নির্দেশ অমান্য করে এই ধর্ণা মঞ্চ করা হয়েছে দাবি বিজেপির। রবিবার জলপাইগুড়িতে এক দলীয় অনুষ্ঠানে এসে শুভেন্দু জানিয়েছেন, ওরা আইন মানে না। আমি হাইকোর্টে এর প্রতিবাদে পিটিশন করেছিলাম! আমি ফের উচ্চ আদালতের দারস্থ হয়ে বিষয়টি আদালতের নজরে আনবো৷
অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস জানিয়েছেন, আমরা আইন মেনে এখানে বসেছি৷ ওরা আদালতে জানালে আমি জবাব দেবো।
মাত্র ২৫ টাকায় বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেবে ভারতীয় ডাকঘর