শিলিগুড়ি : ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে অবস্থিত এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে মধ্যরাতে চাঞ্চল্যকর লুটপাট। এদিন ভোররাতে আনুমানিক রাত ৩টে নাগাদ একটি সাদা রঙের টাটা সুমো করে ঘটনাস্থলে এসে অপারেশন চালায় দুষ্কৃতীরা।

সূত্রে জানা গেছে, গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে ভিতরের টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। লুটপাটের সময় এটিএম মেশিনে আগুন ধরে যায়। অপরাধীরা যাতে ধরা না পড়ে, সেই কারণে সিসিটিভি ক্যামেরায় স্প্রে করে দেয় তারা, যাতে ভিডিও ফুটেজ অস্পষ্ট হয়ে যায়।

অপারেশনের সময় ঘটনাচক্রে আশিঘর আউটপোস্টের একটি পুলিশ ভ্যান দুষ্কৃতীদের টাটা সুমোকে দেখতে পায়। এরপর ইস্টার্ন বাইপাস ধরে ঘোগোমালি হয়ে তীব্র গতিতে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ তাড়া করেও তাদের ধরে উঠতে পারেনি।
এটিএমে আগুন লাগার পর ডাবগ্রাম-ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং ডিসিপি (ইস্ট) রাকেশ সিং।
ব্যাংকের এক কর্মীর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে বলে অনুমান। তবে ব্যাংকের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উত্তরবঙ্গের সব জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা।
শিলিগুড়ির বুকে মাঝরাতের এই ঘটনায় ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।