জলপাইগুড়ি : শহরের উন্নয়নের স্বার্থে নজির সৃষ্টি করলেন জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারের ব্যবসায়ীরা। অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশনের উন্নয়নকাজে সহায়তা করতে নিজেরাই জায়গা ছেড়ে দিলেন তাঁরা।

বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে ওভার ব্রিজ নির্মাণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ একাধিক যাত্রী পরিষেবা উন্নয়নের কাজ। তবে এই উন্নয়নমূলক কাজে যাতে কোনো বাধা না আসে, তা নিশ্চিত করতেই স্টেশন বাজারের ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাঁদের দোকান সরিয়ে নিচ্ছেন।

শুক্রবার, রেল দফতরের আহ্বানে সাড়া দিয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীরা জায়গা খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

স্টেশন বাজার উন্নয়ন সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর বলেন, “জলপাইগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে আমরা নিজেরাই জায়গা খালি করে দিচ্ছি। আগামী ১০ দিনের মধ্যেই আমাদের দোকান সরিয়ে নেব। আমাদের জন্য অন্য একটি জায়গার ব্যবস্থা করা হয়েছে, যেখানে নতুন করে বাজার গড়ে উঠবে।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাঁদের মতে, এভাবে ব্যবসায়ীদের সহযোগিতা জলপাইগুড়ির উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে। রেল দফতরও ব্যবসায়ীদের এই উদ্যোগের প্রশংসা করেছে।

শহরের সার্বিক উন্নয়নে নাগরিকদের এই রকম সহযোগিতা আগামী দিনেও জলপাইগুড়িকে আরও আধুনিক ও উন্নত শহরে পরিণত করবে বলে মনে করা হচ্ছে।