চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, পুলিশের তৎপরতায় স্বস্তি নাগরিকদের

জলপাইগুড়ি: শহরে ফের সক্রিয় হয়েছিল রান্নার গ্যাস সিলিন্ডার চুরির চক্র। তবে এবার কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় সেই চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিলল। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধার করে এবং প্রকৃত মালিকদের হাতে তা তুলে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধার করা হয়।

Stolen cooking gas cylinder recovered; citizens relieved by police action

রাতেই নিজেদের হারানো গ্যাস সিলিন্ডার ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্ষতিগ্রস্ত পাঁচ নাগরিক। পুলিশের ভূমিকার প্রশংসা করে এক উপভোক্তা বলেন, “আমরা ভাবতেই পারিনি চুরি যাওয়া সিলিন্ডার এত দ্রুত ফেরত পাব। পুলিশের জন্যই এটি সম্ভব হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *