হলদিবাড়ির ফল বাজারে ক্রেতাদের পছন্দের শীর্ষে স্ট্রবেরি, কেজি ৪০০ টাকা!

হলদিবাড়ি : একসময় হলদিবাড়িতে স্ট্রবেরির দেখা মেলাই ছিল দুষ্কর। কিন্তু বর্তমানে লাল টুকটুকে রসালো স্ট্রবেরিতে ছেয়ে গেছে হলদিবাড়ির ফল বাজার। চাহিদা থাকলেও এই সুস্বাদু ফলে রয়েছে যথেষ্ট দাম। এখন বাজারে স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৪০০ টাকা প্রতি কেজি দরে।

Strawberries top buyers' choice at Haldibari fruit market

ফল বিক্রেতা আব্দুল রহিম জানালেন, “আগে হলদিবাড়িতে স্ট্রবেরি পাওয়া যেত না। কিন্তু এখন সহজেই পাওয়া যাচ্ছে। যদিও দাম একটু বেশি, তবুও ক্রেতাদের মধ্যে স্ট্রবেরির চাহিদা দিন দিন বাড়ছে।”

দাম বেশি হলেও স্ট্রবেরির প্রতি ক্রেতাদের আগ্রহ তাতে বিন্দুমাত্র কমেনি। অনেকে কম পরিমাণে হলেও এই লোভনীয় ফল কিনে নিচ্ছেন। এই ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে, আগামী দিনে হলদিবাড়ির ফল বাজারে স্ট্রবেরির চাহিদা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *