ক্লাসরুমের ভেতরেই অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ে! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাংলা

বিশ্বজিৎ নাথ : অধ্যাপিকার সঙ্গে কলেজের এক ছাত্রের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেছে নদীয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট)। বিস্ময়করভাবে, বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ক্লাসরুমের মধ্যেই, যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য ছাত্রছাত্রীরাও। বিয়ের এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে তাঁর অধ্যাপিকার বিয়ে হচ্ছে। কনে বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান। ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমে বসানো হয়েছে বিয়ের আসর, যেখানে বর-কনে মালা বদল করছেন এবং বর তাঁর অধ্যাপিকা-কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীরাও।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় প্রধানকে আপাতত ছুটিতে পাঠিয়েছে। তবে বিয়ের ঘটনার পর থেকে বর-কনে উভয়েরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ক্লাসে উপস্থিত সাক্ষীরাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

Student marries teacher inside classroom! Viral video sparks uproar in Bengali

যদিও ভিডিওটি ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে (তবে এখনও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি জলপাইগুড়ি নিউজ)। বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি, তবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয় মহলে বেশ উত্তেজনা তৈরি করেছে। অধ্যাপিকা ও ছাত্রের এই সম্পর্ক ও বিয়েকে ঘিরে নানা মতামত উঠে আসছে, তবে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *