গেটে তালা ঝুলিয়ে আন্দোলন জলপাইগুড়ি কমার্স কলেজের ছাত্রছাত্রীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ আগস্ট : হঠাৎ করেই রুটিনের পরিবর্তন। সকাল ১১ টার পরিবর্তে সকাল ১০.৩০ থেকে ক্লাস শুরু হবে বলে গত শুক্রবার নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ওই সময়ে ক্লাস শুরু করা হলে প্রত্যন্ত এলাকা থেকে আসা ছাত্রছাত্রীদের সমস্যা তৈরি হবে। এর আগেও দুই দিন নতুন রুটিনের ক্লাস বয়কট করা হয়েছিল। তাতেও কোন হেলদোল দেখা যায়নি কর্তৃপক্ষের। তাই নতুন রুটিন বাতিলের দাবিতে এদিন মঙ্গলবার সকালে কলেজ গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের ছাত্রছাত্রীরা। গত তিন, সাড়েতিন মাস থেকে ওই কলেজের অধ্যক্ষ এবং কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হলেছে। সেই সাথে অধ্যক্ষের পদত্যাগের দাবি ওঠার কারোনে কলেজটি খবরের শিরোনামে উঠে এসে। এবার কলেজের রুটিন পরিবর্তন নিয়ে ছাত্র আন্দোলনে নতুন করে কলেজটির নাম আবারও উঠে এলো। কিন্তু প্রশ্ন উঠেছে নতুন রুটিনে কলেজ অধ্যক্ষের কোন স্বাক্ষর নেই তাহলে বিনা অনুমতিতে এই রুটিন বাস্তাবায়িত হলো কিভাবে।

এই বিষয়ে কলেজ অধ্যক্ষ ডঃ সিদ্ধার্থ সরকারের বক্তব্য তিনি কোন রুটিন ইশ্যু করেননি। কেবার বা কারা সমান্তরাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। তার কথা শোনা হচ্ছে না।

যেহেতু নতুন রুটিনে ক্লাস শুরু করার সময় দেওয়া হয়েছে সকাল ১০.৩০। সেই কারণে ছাত্রছাত্রীরা ১০ টায় কলেজের দুটি গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে তারা।

এদিন কলেজের ছাত্র স্নেহাশিস চৌধুরী বলেন গত সপ্তাহে হঠাৎ করে একটি নতুন রুটিন প্রকাশ করা হয়। সেখানে কলেজের ক্লাস শুরু করার সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০ টা। কিন্তু সমস্যা হচ্ছে এই কলেজে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, ধুপগুড়ি, শালবাড়ি, গাজোলডোবা সহ দুর দুরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে। শুধু তাই নয় সব জায়গা থেকে যাতায়াতের সঠিক সুবিধাও নেই। এবার সাড়ে ১০ টায় ক্লাস ধরতে হলে সেই ছাত্র বা ছাত্রীকে সকাল ৭ টায় বাড়ি থেকে বেড় হতে হবে। আবার বিকেল ৫ টায় কলেজ ছুটি হলে তাদের দুই ঘন্টা বাসে চেপে যেতে হবে। তাহলে ছাত্র বা ছাত্রীটি বাড়িতে পড়াশোনা করবে কখন। তাহলে যে রুটিন ছাত্রছাত্রীর বিপক্ষে যাচ্ছে তা বাতিলের দাবি করা তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *