সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ সেপ্টেম্বর : জলপাইগুড়ি ফার্মাসী কলেজের খেলার মাঠ দখল করে তৈরি করা হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের আবাসন- এই অভিযোগ তুলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের নির্মান কাজ আটকে দিলেন ফার্মাসী কলেজের পড়ুয়ারা।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, মেডিক্যাল কলেজের আবাসন তৈরি হলে শুধু খেলার মাঠ নষ্ট হবে না। কলেজের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে বলে দাবি তাদের। এই কারনে মঙ্গলবার কাজ আটকে দেন ছাত্র ছাত্রীরা। ফার্মাসির জমি ছেড়ে বিকল্প অন্য কোনও জমিতে মেডিক্যাল কলেজের আবাসন নির্মান কাজ শুরু করা হোক, এই দাবি উঠেছে।
ফার্মাসী কলেজ পড়ুয়া অপূর্ব নন্দী বলেন,” রাজ্যের একমাত্র ফার্মাসী কলেজ এটি। এই কলেজের উন্নয়নকে থামিয়ে মেডিক্যাল কলেজের আবাসন করা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রতিবাদে আমাদের আন্দোলন।”
কলেজের অধ্যক্ষ উত্তম শর্মা বলেন,”কলেজ নির্মাণ কাজের বিষয়ে কিছুই জানে না। আমাদের জমিতে মেডিক্যাল কলেজের কাজ হচ্ছে। চিঠি করা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পড়ুয়ারা ক্ষোভ প্রকাশ করেছে, আমরা চাই কাজ বন্ধ করে আলোচনা করা হোক।”
এ বিষয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুশান্ত কুমার রায় টেলিফোনে জানান, “সরকারি নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে।”