অপূর্ব সরকার, ধুপগুড়ি, ৩১ জুলাই ২০২২ :
সরকারি নির্দেশিকার দরুন সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশনি বন্ধ করে দেওয়ায় রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকার গৃহশিক্ষক সঞ্জয় গোস্বামীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল প্রায় ২৫ থেকে ৩৫ জনের মতো পড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পড়ুয়ারা সেখান থেকে চলে যায়।
পড়ুয়াদের দাবী, আমরা স্কুল শিক্ষকের কাছে টিউশনি পড়তাম কিন্তু মাঝপথে টিউশনি বন্ধ করে দেওয়ার ফলে আমরা সমস্যায় পড়ছি। পড়ুয়াদের অভিযোগ, গৃহশিক্ষকদের আন্দোলনে চাপে পড়ে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনি বন্ধ করে দিয়েছে।
এক্ষেত্রে গৃহশিক্ষকদের দাবি, আমরা কাউকে টিউশনি বন্ধ করার কথা বলিনি। আদালত এবং সরকারি নির্দেশিকা রয়েছে যে কোনো স্কুল শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবে না। এদিন সঞ্জয় গোস্বামী বলেন, স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশনি পড়ায় তা পড়ুয়াদের মিছিল এবং আমার বাড়ির সামনে বিক্ষোভে প্রমান হয়ে গেল। গৃহশিক্ষকদের দাবি, বেশ কয়েকজন স্কুল শিক্ষকের মদতেই পড়ুয়ারা সঞ্জয় গোস্বামীর বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে।