জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করার অভিযোগ শুভেন্দু অধিকারীর


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি’২৪ : মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরে বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরে এসে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, হাই কোর্ট সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের কথা বলেছে।

Subhendu Adhikari is accused of challenging the judiciary

তবুও ফের ১৪৪ ধারা প্রয়োগ করতে চলেছে প্রশাসন। তার মানে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। শুভেন্দু আরও বলেন, ১৪৪ ধারা প্রয়োগের উদ্দেশ্য, নির্যাতিতা মহিলাদের মুখ বন্ধ করা। আর যাতে বিজেপির পরিষদীয় দল পরশু দিন সন্দেশখালিতে ঢুকতে না পারে তার চক্রান্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *