জেলের পোশাক পরে নদী পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ – বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ : বাংলার সীমান্ত দিয়ে ভয়াবহ অনুপ্রবেশ চলছে – এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে কাঁকিনাড়ায় গণেশ পুজোর উদ্বোধনে এসে তিনি অভিযোগ করেন, স্বরূপনগর ও হাবড়া সীমান্ত ঘেঁষে গোসাবা নদী পেরিয়ে জেলের ছদ্মবেশে বাংলায় ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।

শুভেন্দুর বক্তব্যে, “ওরা নদী পেরিয়ে নৌকা করে ঢুকে রাজারহাট, নিউটাউন পর্যন্ত জায়গা দখল করছে। ইতিমধ্যেই জ্যাঙরা অবধি পৌঁছে গেছে। আর ২০–২৫ কিলোমিটার এগোলেই গঙ্গার ধার ধরে বসে পড়বে। তখনই গোটা এলাকা খুলনা-যশোরে পরিণত হবে।

শুধু অনুপ্রবেশ নয়, ভোটার তালিকা নিয়েও তিনি বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন নিজেই জানিয়েছে- “একজন জন্ম নিলে আড়াইজন ভোটার হচ্ছে। ১০০জন জন্ম নিলে ভোটার বাড়ছে ২৫০ জন। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে না, বরং একাধিক জায়গায় ভুয়ো ভোটারের নাম যোগ হচ্ছে।”

Subhendu Adhikari's explosive allegation: Crossing the river and entering Bengal wearing a prison uniform

রাজ্যের নিরাপত্তা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া- সব ক্ষেত্রেই ত্রুটি তৈরি হয়েছে বলে দাবি করে এদিন ফের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *