“একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে”- দত্তপুকুরে বিস্ফোরণ কান্ড নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ আগস্ট’২৩ : উত্তর ২৪ পরগনার দত্তপুকুর মোছপোলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরনে মৃতের সংখ্যা একাধিক। ঘটনাস্থল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ। পড়ে রয়েছে বাজি তৈরির মশলাও। রবিবার সকালে বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।

বিস্ফোরনের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বহুদিন ধরে চলছিল বেআইনি বাজি কারখানা। বারংবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।

এদিন দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কান্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্যটাই বেআইনী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস এন্ড বাউন্ডস কোম্পানির চোরদের বাঁচানোর কাজে ব্যস্ত। আর পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই বাকিটাতো কপালের উপর ছেড়ে দিয়েছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। খেলা মেলাতে মানুষকে সাময়িকভাবে ভুলিয়ে রাখা।

রাজ্যটাকে প্রগতি ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই এই মূখ্যমন্ত্রীর। তার মন্ত্রী সভার কলিগদেরকে তিনি কাজ করতে দেন না। সব কাজ তিনি একাই করেন। তাঁর চিন্তা ভাবনাটা এতোটাই দুর্বল যে তার বহিঃপ্রকাশে বাংলা আজ বিধস্ত হচ্ছে। তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে এই ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *