এসএসকে, এমএসকে ও এএস সমন্বয় সমিতির ৬ দফা দাবি স্মারকলিপি জমা

জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ এসএসকে, এমএসকে ও এএস সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সোমবার ৬ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের কাছে। সমিতির সদস্য-সদস্যারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

  1. এসএসকে এবং এমএসকেগুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া।
  2. এসএসকে-এমএসকেগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা।
  3. ৬০ বছরের অপশন গ্রহণকারী শিক্ষকদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান।
  4. সকল শিক্ষক-শিক্ষিকা এবং এএস কর্মীদের জন্য পেনশন ব্যবস্থা চালু।
  5. কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের পরিবারকে ২০১৭ সালের নির্দেশিকা অনুযায়ী টার্মিনাল বেনিফিট প্রদান।
  6. এসএসকে-এমএসকেগুলির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, “ওনাদের দাবিপত্র পেয়েছি। এটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।”

অন্যদিকে, সমিতির সদস্য অন্নদামোহন রায় বলেন, “আমাদের দাবিগুলি দীর্ঘদিনের। শিক্ষকদের জন্য এই দাবিগুলি পূরণ হলে তারা আরও মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন। আশা করছি সরকার দ্রুত পদক্ষেপ নেবে।”

এদিনের স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি শেষে সমিতির সদস্যরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *