চুক্তিভিত্তিক প্রশিক্ষকদের বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদে স্মারকলিপি প্রদান

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ মার্চ’২৪ : এসএসকে ও এমএসকেগুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া, শিক্ষক নিয়োগের ব্যবস্থা, কর্মরত অবস্থায় শিক্ষক-শিক্ষিকার মারা যাওয়ার ফলে পরিবারগুলিকে অবসরকালীন ভাতা প্রদান,

শিক্ষক-শিক্ষিকাদের ইপিএফ চালু, শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের অবসরকালীন ১০ লক্ষ টাকা ভাতা, তাদের বেতন বৃদ্ধি ও ৬৫ বছর পর্যন্ত সমস্ত সুযোগ-সুবিধা প্রদান, পেনশন ব্যবস্থা চালু, শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক চালু সহ ১০ দফা দাবীর ভিত্তিতে পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষা কর্মী যৌথ মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে স্মারকলিপি তুলে দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে। শুক্রবারের এই কর্মসূচীতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, ওনাদের দাবিপত্র পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের
কাছে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *