বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২ সেপ্টেম্বর’২৩ :পুরসভায় বেআইনি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের পার্থ-কেষ্টর মতোই অবস্থা হবে। শনিবার সন্ধেয় নৈহাটির মীরা বাগান ময়দানের জনসভা থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার ডাকে আয়োজিত সভায় হাজির হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে অয়ন শীলের বাড়ি থেকে অনেক মালপত্র বেরিয়েছে।

কিন্তু তদন্ত আটকাতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও এঁরা সুধিবা করতে পারেনি। শুভেন্দুর দাবি, অয়ন শীলের মাধ্যমে উত্তর ২৪ পরগনায় পুরসভা নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বরানগর, কামারহাটি, খড়দা, টিটাগড়, পানিহাটি, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া ও হালিশহর পুরসভা ছাড়াও কল্যাণী, হরিণঘাটা, চাকদা পুরসভা প্রথম সারিতে আছে। শুভেন্দুর অভিযোগ, নৈহাটি পুরসভায় ২৫০ বেশি বেআইনি নিয়োগ হয়েছে। সেই নিয়োগে পুরপ্রধানের পুত্রও আছে।